স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট মমিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি পলাতক আসামী বাদল চৌধুরী (৩৫) কে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেলে চুনারুঘাট থানা পুলিশ অভিযান চালিয়ে গোগাউরা থেকে গ্রেফতার করা হয়েছে। সে ওই গ্রামের লেবু মিয়া চৌধুরীর পুত্র। পুলিশ জানায়, হবিগঞ্জ সদর উপজেলা শিক্ষা অফিসের কর্মচারী অধীর চক্রবর্তীর কাছ থেকে পূবালী ব্যাংক চুনারুঘাট শাখার চেক দিয়ে সাড়ে ৩ লাখ টাকা হাতিয়ে নেয়। এ ঘটনায় অধীর চক্রবর্তী বাদী হয়ে আদালতে একটি মামলা দায়ের করলে আদালত তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করে। এরপর থেকে সে আত্মগোপনে ছিল।