স্টাফ রিপোর্টার ॥ নিজ আঙ্গিনা পরিস্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি এই শ্লোগান নিয়ে দেশব্যাপী মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ উপলক্ষে হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরীর উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ মোঃ শামীম এর সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ এর প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান নুরুল আমীন ওসমান, সদস্য মোঃ আশিক মিয়া, ফাতেমাতুজ জহুরা রিনা, সালেহা চৌধুরী, রওশন আরা ভূইয়া লাকি, হিসাব রক্ষণ রঞ্জন দেব, আব্দুর রউফ খান, মোশাহিদ আলম, মোঃ মাসুক মিয়া, মিলন হোসেন, রিমন সরকার, মাসুক মিয়া প্রমূখ।