চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার দেউন্দি চা-বাগানের ডাক্তার বাংলোতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। নগদ টাকা ও স্বর্ণালংকারসহ ৬ লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়েছে ডাকাতরা। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে ডাকাতির ঘটনাটি ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই রাতে দেউন্দি চা-বাগানের ডাক্তার বাংলোতে একদল ডাকাত হানা দেয়। বাংলোর পিছনের দরজা দিয়ে ডাকাতরা ভেতরে প্রবেশ করে ডাঃ অনিমেষ গুলজারসহ তার স্ত্রী-সন্তানদের হাত-পা বেঁধে অস্ত্রের মূখে জিম্মি করে তার বাসা থেকে নগদ ৫৫ হাজার টাকা, ৩ ভরি স্বর্ণালংকার, মূল্যবান কাপড়-চোপড়, একটি ল্যাপটপ ও ৭টি মোবাইল ফোন সহ ৬ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। গতকাল ভোরে বাগান পাহারাদার তাদেরকে জিম্মি অবস্থায় দেখে বাগান ম্যানেজার মোঃ রিয়াজ উদ্দিনকে খবর দিলে তাৎক্ষণিক তিনি চুনারুঘাট থানাকে অবহিত করেন। খবর পেয়ে সকাল ৯টার দিকে সিলেট রেঞ্জের ডিআইজি মোঃ কামরুল হাসান, অতিরিক্ত ডিআইজি জয়দেব কুমার ভদ্র, হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহ্, চুনারুঘাট-মাধবপুর সার্কেলের এএসপি নাজিম উদ্দিন, চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হক, ওসি তদন্ত মোঃ আলী আশরাফ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয়ে দেউন্দি চা বাগানের ডাঃ অনিমেষ গুলজার বলেন, আমি কিছু বুঝে উঠার আগেই ৭/৮ জনের অস্ত্রধারী ডাকাত দল আমার বাংলোর পিছনের দরজা কৌশলে ভেঙ্গে বাসায় প্রবেশ করে আমি ও আমার স্ত্রী-বাচ্চাকে হাত পা বেধে জিম্মি করে সর্বস্ব লুট করে পালিয়ে যায়।
এ নিয়ে চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হক জানান, বলেন, ডাকাতদের ধরতে ব্যবস্থা নেয়া হচ্ছে। এ নিয়ে চুনারুঘাট থানায় একটি ডাকাতি মামলা হয়েছে। খুব শীঘ্রই তাদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হবে।