মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর পৌরসভার মেয়র হিরেন্দ্র লাল সাহা বলেছেন-পৌরসভার শতভাগ নাগরিক সেবা নিশ্চিত করার লক্ষে সমগ্র পৌর এলাকাকে মাষ্টার প্ল্যানের আওতায় এনে উন্নয়ন কাজ শুরু করেছি। পৌর এলাকায় এ অর্থ বছরে প্রায় সাড়ে ৫ কোটি টাকার রাস্তা, ড্রেইন ও রাস্তায় বিদ্যুতায়ন সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ শুরু হয়েছে। আশা করি আগামী অর্থ বছরের মধ্যেই পৌর এলাকার সিংহভাগ কাজ শেষ হবে। তাছাড়া পৌরসভা কোন নাগরিক সেবার জন্য এসে কোন ভোগান্তির শিকার হতে হয় না। তিনি গতকাল বৃহস্পতিবার সকালে পৌরসভার ৪ নং ওয়ার্ডে নাথপাড়া থেকে মমিন মিয়ার বাড়ী পর্যন্ত প্রায় সাড়ে ৫ লাখ টাকা ব্যয়ে সি.সি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধনকালে উপস্থিত পৌরবাসীর উদ্দেশ্যে এ কথা বলেন। এসময় পৌরসভার নির্বাহী প্রকৌশলী রতœাংকুর দাস, প্রেসক্লাব সভাপতি আলাউদ্দিন আল রনি, কাউন্সিলর আবুল বাশার, মহিলা কাউন্সিলর ইশরাত জাহান ডলি, কার্য সহকারী আশিষ দেবনাথ, ঠিকাদার কুতুবুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।