মাধবপুর প্রতিনিধি ॥ ডাকাত আতংকে নির্ঘুম রাত কাটিয়েছে মাধবপুরের কয়েকটি এলাকার গ্রামবাসী। শনিবার রাতে এমন পরিস্থিতির সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে ফেইসবুকে ও মসজিদের মাইকে ডাকাত পড়তে পারে এমন গুজব ছড়িয়ে পড়ে। গুজবের পরিপ্রেক্ষিতে বাঘাসুর ইউনিয়নে সকলকে সতর্ক থাকার জন্য ঘোষণা দেওয়া হয়। এতে করে উপজেলার বাঘাসুরাসহ বেশ কিছু এলাকার মানুষ নির্ঘুম রাত কাটিয়েছে। এ বিষয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজমিরুজ্জামান মাইকে ঘোষণা দেওয়া ও ফেইসবুকে প্রচার হওয়ার কথা স্বীকার করে পুলিশ সর্তক রয়েছে বলে জানান। সম্প্রতি মিয়ানমারের রাষ্ট্রদূতের গ্রামেরবাড়ীসহ মাধবপুরে বেশ কয়েকটি ডাকাতি ও সিদেল চুরিসহ মোটরসাইকেল চুরি হয়। এতে উপজেলাবাসীর মাঝে চোর ও ডাকাত আতঙ্ক বিরাজমান।