স্টাফ রিপোর্টার, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং বড়ইউড়ি গ্রামের এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় কিশোরীর চাচা সাহেদ মিয়া বাদী হয়ে একই গ্রামের উজ্জ্বল গংদের কে আসামী করে বানিয়াচং থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের প্রেক্ষিতে থানা পুলিশ ওই কিশোরীকে ডাক্তারী পরীক্ষার জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসাপাতালে প্রেরণ করেছেন। এদিকে থানায় অভিযোগ দায়েরের পরপরই ধর্ষক উজ্জ্বলসহ এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশ বড়ইউড়ি গ্রামে অভিযান চালায়। এ বিষয়ে বানিয়াচং থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রজিত কুমার দাশ এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, কিশোরী মেয়েটি বানিয়াচং থানায় আসার পরপরই তাকে সব ধরনের আইনী সহযোগিতা প্রদান করা হয়েছে এবং চিকিৎসার জন্য তাকে দ্রুত হবিগঞ্জ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অভিযুক্ত আসামীকে গ্রেফতারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে বলেও তিনি জানান। কিশোরী মেয়েটির বাবা, মা চট্টগ্রাম থাকায় তার পক্ষে অভিযোগটি দায়ের করেন কিশোরীর চাচা সাহেদ মিয়া।