সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ০৩:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শিক্ষা উপকরণ বিতরণকালে জিকে গউছ ॥ কোনো দুষ্ট লোক বিএনপি করতে পারবে না নবীগঞ্জে মেধাবৃত্তি অনুষ্ঠানে ছাবির চৌধুরী ॥ জ্ঞানার্জনের আত্মশক্তিকে জাগিয়ে তুলতে মেধাবৃত্তি গুরুত্বপূর্ণ শহরের পিটিআই স্কুলের ভেতর থেকে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাধবপুরে রাস্তার পাশে গাছের নিচে চাপা পড়ে বৃদ্ধা নিহত হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় আয়োজিত ক্রিকেট টুর্ণামেন্টে ২০০৩ কে হারিয়ে ২০০৪ ব্যাচের জয় নবীগঞ্জে যুবদলের উদ্যোগে সৌদি আরব মক্কা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল খানেঁর বিদায় সংবর্ধনা আজমিরীগঞ্জে অজিত সূত্রধরের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়ের উচাইল থেকে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার শহরে ফুটপাত অবমুক্ত করতে পৌরসভার উচ্ছেদ অভিযান নবীগঞ্জে ফসলি জমির মাটি ও নদীর চড়ের বালু উত্তোলনের মহাউৎসব

বাহুবল ডিএনআই সরকারি হাইস্কুলের সাবেক শিক্ষক এডঃ জসিম উদ্দিন আর নেই

  • আপডেট টাইম সোমবার, ৫ আগস্ট, ২০১৯
  • ৫৬৫ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দীননাথ ইনস্টিটিউশন সাতকাপন সরকারি হাই স্কুলের অবসরপ্রাপ্ত সহকারি শিক্ষক ও হবিগঞ্জ বারের আইনজীবী জসিম উদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…..রাজিউন)। তিনি গতকাল রবিবার বিকাল ৫টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন। জসিম উদ্দিন ব্র্রেইনস্টোকে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে হয়ে শয্যাশায়ী ছিলেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৫০ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে ১ মেয়েসহ অসংখ্য গুণাগ্রাহী ও আতœীয় স্বজন রেখে গেছেন। সোমবার সকাল ১০ টায় হবিগঞ্জ কোর্ট প্রাঙ্গণে প্রথম, সকাল ১১টায় ডুবাঐ মদিনাতুল উলুম মাদ্রাসা মাঠে দ্বিতীয় ও সকাল সাড়ে ১১টায় বাহুবল সদরস্থ ডিএনআই সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শেষ জানাযা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে। তিনি শিক্ষা জীবনে ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। পরে তিনি একাধারে শিক্ষকতা ও সর্বশেষ আইন পেশায় নিযুক্ত ছিলেন। জসিম উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ গাজী এমপি। সংবাদপত্রে প্রদত্ত শোক বার্তায় তিনি নিহতের আত্মার মাগফেরাত কামনা ও শোকাগত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তিনি বলেন, বাহুবলবাসী একজন সজ্জন রাজনৈতিক, শিক্ষক ও আইনজ্ঞকে হারাল।
এছাড়াও শোক জ্ঞাপনকারীরা হলেন-দীননাথ ইনস্টিটিউশন সাতকাপন সরকারি হাই স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি অলিউর রহমান অলি, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রণয় চন্দ্র দেব, বাহুবল মডেল প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম নূর প্রমুখ।
পত্রিকার বার্তা প্রধান মো: শাহজাহান মিয়া, কুলাউড়া প্রেসক্লাবের নেতৃবৃন্দ, সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ, জেলায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক বৃন্দ, কুলাউড়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি বৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com