স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা (বিপিএম-পিপিএম) বলেছেন, সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ দেশের সবচেয়ে বড় সমস্যা। সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সকলে মিলে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ করলে দেশ ও সমাজের উন্নতি সাধন হবে। তিনি আরো বলেন-ইদানিং একটি চক্র দেশে ছেলে ধরা গুঞ্জব ছড়িয়ে দিয়েছে। ওই ছেলে ধরার অপ্রচার ও গুঞ্জব থেকে সকলকে সর্তক থাকবে হবে। ছেলে মেয়েদের নিয়মিত স্কুলে পাঠাতে হবে। তারা সঠিকভাবে পাঠদান করছে কি না সেদিকেও অভিভাবকদের নজর রাখতে হবে। মাদক, গ্রাম্য দাঙ্গা, ইভটিজিংসহ সকল প্রকার অপরাধ মূলক কর্মকান্ড প্রতিরোধ করতে হবে। গতকাল শনিবার সকালে হবিগঞ্জ শহরের জেকে এন্ড এইচকে হাইস্কুল এন্ড কলেজে অভিভাবক/মা সভাবেশে প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেন। সমাবেশে উপস্থিত শিক্ষার্থীর মায়েদের উদ্দেশ্যে বলেন-একজন মা পাড়েন তাদের সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে। কারণ বাবারা সব সময় কর্ম ক্ষেত্রে ব্যস্ত থাকেন। তাই সন্তানদের সু-শিক্ষিত করে তুলতে বাবার চেয়ে মায়েদের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাই সন্তানের প্রতি সব সময় মায়েদের নজর রাখতে হবে। জেকে এন্ড এইচকে হাইস্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন অতিরিক্ত পুলিশ সুপার সেলিম আহমেদ, হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাখাওয়াত হোসেন রুবেল, হবিগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জিয়া উদ্দিন, হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত (কর্মকর্তা) ওসি মোঃ মাসুক আলী প্রমূখ। এছাড়াও সমাবেশে উপস্থিত ছিলেন অভিভাবক ও শিক্ষক/শিক্ষিকাসহ শিক্ষার্থীগন। সমাবেশে শিক্ষার্থীদের জঙ্গিবাদ, ছেলে ধরা গুজব, মাদক, দাঙ্গা, জঙ্গীবাদ বিরোধী সচেতনতামূলক রচনা প্রতিযোগিতা দেয়া হয়। প্রতিযোগীতায় অংশ গ্রহনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা (বিপিএম-পিএিম)।