স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের বিশিষ্ট স্বর্ণ ব্যবসায়ী সুবোধ চন্দ্র বণিক ইহলোক ত্যাগ করেছেন। গতকাল রাত সাড়ে ১১টায় তিনি শহরের কালীগাছতলাস্থ নিজ বাসভবনে মারা যায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০) বছর। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভোগছিলেন। তিনি স্ত্রী, ১ ছেলে, ৩ মেয়ে। আজ রবিবার দুপুর ২ ঘটিকায় হবিগঞ্জ পৌর মহা শ্মশানের তার শেষ কৃত্য অনুষ্ঠিত হবে। সুবোধ চন্দ্র বণিক এর ছোট ভাই সুনিল চন্দ্র বণিক আমেরিকা ও মন্টু চন্দ্র বণিক কানাডা বসবাস করছেন।
এদিকে সুবোধ চন্দ্র বণিকের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ দুপুর থেকে হবিগঞ্জের স্বর্ণ ব্যবসায়ীরা দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।