স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর আলমপুরে কাসেম মিয়া নামে এক কলেজ ছাত্রকে পিটিয়ে স্বর্বস্ব নিয়ে গেছে প্রতিপক্ষের লোকজন। গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে ওই গ্রামের আব্দুল খালেকের পুত্র ও হবিগঞ্জ সরকারী বৃন্দাবন কলেজের আইএ ২য় বর্ষের ছাত্র। গতকাল শনিবার সন্ধ্যায় এ ঘটনাটি ঘটে।
আহত সুত্রে জানা যায়, গতকাল ওই সময়ে সে বাড়ি থেকে শহরের উদ্যেশ্যে রওনা হলে আলমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পৌছামাত্র পূর্ব থেকে উৎ পেতে থাকা একদল লোক তাকে পিটিয়ে আহত করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।