স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ ব্যাংকার্স এসোসিয়েশনের সাবেক সহসভাপতি, পূবালী ব্যাংক মৌলভীবাজার আঞ্চলিক অডিট অফিসের এসপিও, হবিগঞ্জ বার লাইব্রেরী শাখার সাবেক ম্যানেজার, বৃন্দাবন সরকারী কলেজ এইচ.এস.সি ৮১ ব্যাচ (ইএঈ-৮১)এর সভাপতি মোঃ আব্দুল ওয়াহেদ (৫৭) গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টায় সিলেট নর্থইষ্ট মেডিকেল কলেজে হৃদরোগে মৃত্যুবরণ করেন। গতকাল শনিবার মরহুমের নামাজে জানাজা সুলতান মামদপুর পশ্চিম পাড়া জামে মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী,দুই পুত্র সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
৩৫ বৎসর ব্যাংকিং পেশায় নিয়োজিত মরহুম আব্দুল ওয়াহেদের আত্মার মাগফেরাত কামনা করে হবিগঞ্জ ব্যাংকার্স এসোসিয়েশনের সভাপতি টিএসএন সেলিম সিদ্দিকী ও সাধারণ সম্পাদক কৃষি ব্যাংক কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।