স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে বিপুল পরিমান মাদকসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৫ লিটার দেশীয় মদ ও ১ কেজি গাজা উদ্ধার করা হয়। তারা হল ওই উপজেলার বেগমকান চা বাগানের সেলিম পাত্রের পুত্র প্রমোদ পাত্র। গতকাল শনিবার বিকেলে মাদকদ্রব্য অধিদপ্তরের পরিদর্শক মিজানুর রহমান ও এসআই সিদ্দিকুর রহমানের নেতৃত্বে একদল সিপাহী তাদের বাড়িতে অভিযান চালিয়ে আটক করে। এ সময় তাদের কাছ থেকে উল্লেখি মাদকদ্রব্য জব্দ করা হয়। এ ঘটনায় চুনারুঘাট থানায় মামলা দায়ের করা হয়েছে।