প্রেস বিজ্ঞপ্তি ॥ দ্য পিপলস ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক আমিনুল আশরাফের পরিকল্পনা ও পরিচালনায় তিনদিন ব্যাপী থিয়েটার কর্মশালার মাধ্যমে এই প্রযোজনাটি আজ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে স্থানীয় সাইফুর রহমান মিলনায়তনে উপস্থাপিত হতে যাচ্ছে। এতে প্রায় ৪০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করবে। এতে সকলকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন থিয়েটার অনার্য’র সভাপতি রুমা মোদক ও সদস্য সচিব আজহারুল ইসলাম মুরাদ।