শায়েস্তগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ পৌর এলাকায় চুরি-ডাকাতি রোধ করতে রাতের বেলা বিভিন্ন এলাকায় পাহারার ব্যবস্থা নিচ্ছে পৌরসভা। এছাড়াও মাদক নির্মূল করতে পুলিশ প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১১টার দিকে শায়েস্তাগঞ্জ পৌরসভা কার্যালয়ে আইন শৃংখলা সভায় এ কথা জানান পৌর মেয়র মোঃ ছালেক মিয়া। সভায় বক্তব্য রাখেন- শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনর্চাজ মোঃ আনিসুর রহমান, প্যানেল মেয়র মাসুদোজ্জামান মাসুক, কাউন্সিলর আব্দুল গফুর, জালাল উদ্দিন মোহন, সাইদুর রহমান, মাখন মিয়া, নওয়াব আলী, আব্দুল জলিল, খাইরুল আলম, তাহির মিয়া, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মঈনুল হাসান রতন, সাংবাদিক কামরুল হাসান, মামুন চৌধুরী, কামরুজ্জামান আল রিয়াদ, আব্দুল কাদির প্রমুখ।