আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাই উপজেলা পষিদের মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তিনি উপজেলার মোড়াকরি গ্রামের মোজাহিদ মিয়ার স্ত্রী। গত বৃহস্পতিবার রাত ১টার দিকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে তাঁকে ভর্তি করা হয় তাকে। জানা গেছে, কিছুদিন পূর্বে অন্য রোগের চিকিৎসার নিতে ঢাকায় যান আলেয়া বেগম। পরবর্তীতে ঢাকা থেকে চিকিৎসা শেষে বাড়িতে চলে আসেন তিনি। এরপর আবারো অসুস্থ হয়ে পড়েন।
পরীক্ষা-নিরীক্ষার পর ডেঙ্গু ধরা পড়ে তাঁর। এক পর্যায়ে অবস্থা গুরুতর হলে তাঁকে হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। আলেয়া বেগমের স্বামী মোজাহিদ মিয়া ডেঙ্গু আক্রান্তের বিষয়টি নিশ্চিত করে বলেন হবিগঞ্জ সদর হাসপাতালে আলেয়া বেগম চিকিৎসাধীন রয়েছেন।