স্টাফ রিপোর্টার ॥ এখনো জমে উঠেনি হবিগঞ্জ গরুর বাজার। বিক্রেতা থাকলেও নেই কোন ত্রেতা। গতকাল শুক্রবার সরেজমিনে ঘুরে দেখা যায় ঈদে ২য় বাজার হলেও ক্রেতারা বিশাল বিশাল গরু নিয়ে বাজারে বসে রয়েছেন কিন্তু ক্রেতা কম। দেশীর গরুর পাশা-পাশি নেপালী গরুও রয়েছে। গতকাল সর্বোচ্চ বাহুবল থেকে নিয়ে আসা একটি গরুর দাম হাকা হয়েছে ৩ লাখ টাকা। তবে বিক্রেতারা আশা করছেন ঈদের আগের বাজার গুলোতে তাদের নিয়ে আসা গরু গুলো বিক্রি করতে পারবেন। তবে কয়েকজন ক্রেতারা জানান এ বছর গরুর দাম খুব বেশী। তাই তারা ঈদের শেষ হাঠে গরু কিনবেন। হবিগঞ্জ গরুর বাজার ইজারাদার মুকুল ভট্টাচার্য্য জানান, ২য় হাট হওয়ায় বিপুল পরিমাণ গরু থাকলেও ক্রেতাদের চাহিদা কম। তবে পরবর্তী হাটে দেশী গরু বিক্রি হবে।