বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ০৮:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ লাখাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে সাবেক ছাত্র নেতা সাকিন আহমেদের পক্ষ থেকে ছাত্রশিবিরকে মোটরসাইকেল প্রদান ঈদ আনন্দ নেই জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে শহীদ আজমত আলীর পরিবারে নবীগঞ্জে তারেক রহমানের পক্ষ থেকে শহীদ আজমত আলীর পরিবারকে ছাত্রদলের ঈদ উপহার প্রদান শায়েস্তাগঞ্জের মোতাব্বির হোসেন কাজল যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার বানিয়াচং উপজেলা যুবদলের ইফতার ও দোয়া মাহফিল নবীগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার পবিত্র ঈদ উল ফিতর এর শুভেচ্ছা, ঈদ মোবারক ঈদগাহে ঈদের জামাত পড়া নিয়ে মতবিরোধ ॥ নবীগঞ্জে ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু

হবিগঞ্জ শহরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করতে ২৫ কোটি টাকা ব্যয়ে শুরু হচ্ছে সেন্ট্রাল জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন প্রজেক্ট

  • আপডেট টাইম শনিবার, ২৬ এপ্রিল, ২০১৪
  • ৬২২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে ১৬ হাজার বিদ্যুৎ গ্রাহকের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করতে প্রায় ২৫ কোটি টাকা ব্যয়ে শুরু হচ্ছে সেন্ট্রাল জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন প্রজেক্ট। গতকাল শুক্রবার সকালে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের শুভ সূচনা করেন বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এডভোকেট মো. আবু জাহির এমপি। জাইকার অর্থায়নে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীনে বাস্তবায়নাধীন এ প্রকল্পের মাধ্যমে হবিগঞ্জের ৩৩/১১ কেভি উপকেন্দ্রের ক্ষমতা ১৫ এমভিএ থেকে ৪০ এমভিএ তে উন্নীত করা হবে। শহরে নতুন নতুন শিল্পকারখানা স্থাপন ও বাসা-বাড়িতে ইলেকট্রনিক পণ্য বৃদ্ধি পাওয়ায় পৌর এলাকায় ৪টির স্থলে ৮টি ফিডার স্থাপন, ওভার লোডেড ট্রান্সফর্মার স্থাপন, জরাজীর্ণ বিদ্যুত লাইন ও খুটি পরিবর্তন করা সহ নানা কর্মসূচী রয়েছে এ প্রকল্পে। ২০১৫ সালের জুন মাসের মধ্যে এ প্রকল্প কাজ সম্পন্ন হবে। বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানান, এই প্রকল্প বাস্তবায়ন হলে হবিগঞ্জের বিদ্যুতের লো-ভোল্টেজের সমস্যা দূর এবং দীর্ঘদিনের গ্রাহক ভোগান্তি লাঘব হবে।
এ সময় সংসদ সদস্য আবু জাহির বলেন, শেখ হাসিনার সরকার বিদ্যুতের উন্নয়নে অতীতের যে কোন সরকারের চেয়ে বেশী পদক্ষেপ গ্রহন করেছে। সারা দেশের শিল্প কল-কারখানা ও আবাসিক গ্রাহকদের চাহিদা মেটাতে নতুন নতুন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তৈরি করে প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করেছে। তিনি আরো বলেন, হবিগঞ্জ শহরের বিদ্যুৎ ও গ্যাসের উন্নয়নে বর্তমান সরকার প্রায় ৪০ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করছে। যা কোন সরকারই করেনি। তিনি বলেন, শহরে কয়েক হাজার টমটম অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের ফলে বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে। তিনি টমটমের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার জন্য সংশ্লিষ্টদের বলেন।
এ সময় অন্যান্যের মাঝে প্রকল্প পরিচালক মাহবুবুর রহমান, জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন, পুলিশ সুপার মো. কামরুল আমিন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী রতন কুমার বিশ্বাস, নির্বাহী প্রকৌশলী আ ফ ম মোস্তাফিজুর রহমান বক্তব্য দেন। অনুষ্ঠান পরিচালনা করেন হবিগঞ্জ-মৌলভীবাজার অঞ্চলের শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মহিবুর রহমান চৌধুরী।
সভায় জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন বলেন, বিদ্যুৎ বিভাগের কিছু কর্মকর্তা ও কর্মচারী অনিয়ম ও দুর্নীতি করে আসছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে শাস্তির ব্যবস্থা করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com