স্টাফ রিপোর্টার ॥ জিবনের শেষ সম্ভল ভিটে বিক্রি করে দালালের খপ্পড়ে স্বপের দেশ কাতার গিয়েও স্বপ্ন পূরণ হল না চানপুর গ্রামের আশিক মিয়া নামে এক যুবকের। ওই দেশের কফিলের (মালিক)-এর নির্যাতনে মরতে-মরতে বেঁেচ ফিরে এসেছে সে। গুরুতর আহত অবস্থায় তাকে গত বৃহস্পতিবার রাতে হবিগঞ্জ সদর হাসাতালে ভর্তি করা হয়েছে। সে সদর উপজেলার লোকড়া ইউনিয়নের চানপুর গ্রামের মৃত নায়েব আলীর পুত্র।
মমূর্ষ আশিক জানায়, তারই প্রতিবেশী হামদু মিয়ার পুত্র সালামিন আহমেদ বলে যদি তাকে ৩ লাখ টাকা দেই তাহলে সে ড্রাইভিং ভিসা দিয়ে কাতার নিবে এবং সেখানে সর্বোপরি ৪০ হাজার টাকা বেতন পাবে। তার এই লোভনীয় প্রস্তাবে আশিক রাজি হয়ে পৈতিক ভিটা বিক্রি করে সালামিনকে ৩ লাখ টাকা দেয়। সালামিন দালালের মাধ্যমে ভুয়া ভিসায় তার প্রবাস আয়োজন করে। গত ৫ জুন সালামিন ও আশিক তার গ্রামের বাড়ি থেকে কাতারের উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু কর্মস্থলে পৌছে দেখে অবস্থা ভিন্ন। তাকে গাড়ি চালানোর কাজ না দিয়ে মরু ভুমিতে দুম্বা পালনের চাকরি দেয়। এবং ডিউটি ১৫ ঘন্টা। অতিকষ্টে ১৫ দিন ডিউটি করার পর সে অসুস্থ্য হয়ে পড়লে এক পর্যায়ে এর প্রতিবাদ করলে দালাল সালামিন ও তার কফিল তার উপর শারিরিক নির্যাতন চালায়। তাকে মানসিক রোগী বানাতে তার শরীরে বিষাক্ত ইনজেকশন পূশ করতে থাকে। তার অবস্থা আরও অবনতি হলে তাকে গত ৩০ জুলাই দেশে পাঠিয়ে দেয় দালাল চক্র।