বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে প্রেমের প্রস্তাবে রাজী না হওয়ায় নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে পিঠিয়ে আহত করেছে এক বখাটে যুবক। স্থানীয় লোকজন আহত ছাত্রীকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন। গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে উপজেলার মিরপুর ভিতর বাজার রাস্তায় এ ঘটনাটি ঘটে। এদিকে রাত ১০ টার দিকে দোকান কর্মচারী বখাটের শিবলু মিয়া (২২)কে পুলিশ গ্রেফতার করেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার চারগাঁও গ্রামের নবীর হোসেন ওরফে নবাই মিয়ার ছেলে ফার্নিচার দোকানের কর্মচারী শিবলু মিয়া (২২) দীর্ঘদিন ধরে ওই স্কুলছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। কিন্তু তার প্রস্তাবে রাজী না হওয়ায় প্রায়ই রাস্তা-ঘাটে মেয়েটিকে উত্যক্ত করত বখাটে শিবলু। প্রায় এক সপ্তাহ আগে ছাত্রীর পরিবার বখাটের পিতা নবীর হোসেনের কাছে এ ব্যাপারে বিচার প্রার্থী হলে তিনি শিবলুসহ ছাত্রীর বাড়িতে গিয়ে ক্ষমা চেয়ে আসেন।
এদিকে গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে স্কুল ছুটি হলে ছাত্রী বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেয়। পথিমধ্যে বখাটে শিবলু তার ওপর অতর্কিত হামলা চালায়। এতে মেয়েটি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। স্থানীয় লোকজন এগিয়ে আসলে বখাটে শিবলু পালিয়ে যায়। পরে ছাত্রীকে আহতাবস্থায় উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন। এদিকে ঘটনার পর থেকে পুলিশ বখাটে শিবলুকে গ্রেফতারে মাঠে নামে। রাত ১০ টার দিকে বখাটে শিবলুকে মিরপুর এলাকা থেকে পুরিশ গ্রেফতার করেছে। বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান এর সাথে যোগাযোগ করা হলে তিনি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।