স্টাফ রিপোর্টার ॥ ভেজালবিরোধী অভিযান চালিয়ে হবিগঞ্জ শহরের দুইটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল বৃহস্পতিবার বিকেলে হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট সজিব কান্তি রুদ্র এ অভিযান পরিচালনা করেন।
এ সময় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের কমান্ডার মোহাম্মদ আব্দুল খালেকের নেতৃত্বে র্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সজিব কান্তি রুদ্র জানান, মেয়াদোত্তীর্ণ দুধ ও নোংরা পরিবেশের দায়ে শহরের শরীফ স্টোরের বেকারিকে ১৫ হাজার টাকা এবং অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশের দায়ে জলযোগ মিষ্টান্ন ভাণ্ডারকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে দুই ব্যবসা প্রতিষ্টানকে সতর্ক করে দেয়া হয়েছে।