স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে ২৪ ঘন্টার ব্যবধানে আবারও ৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে। গতকাল বুধবার সদর উপজেলা ৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হন। এই নিয়ে এ হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়ালো ১৬। এর বাহিরে মাধবপুর উপজেলায় পাওয়া গেছে আরও ৩জন রোগী। গতকাল বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের ডাক্তার শামীমা আক্তার। এর আগে মঙ্গলবার ও সোমবার ৫ জন করে রোগী হাসপাতালে ভর্তি হয়।
হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীরা হলেন, লাখাই উপজেলার বড়বাড়ী গ্রামের ইব্রাহিম মিয়ার ছেলে পাভেল মিয়া, তেঘরিয়া গ্রামের মুখলেছ মিয়ার ছেলে সফিকুর রহমান ও মাধবপুর উপজেলার রামপুর গ্রামের জবেদ আলীর ছেলে আশিকুর রহমান। এর মাঝে পাভেল মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গুরুতর অবস্থায় প্রেরণ করা হয়েছে। অন্য দুইজন এই হাসপাতালেই ভর্তি আছেন।
হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের ওই ডাক্তার জানান, লাখাই এবং মাধবপুর উপজেলার লোকজন ঢাকায় বেশী অবস্থান করেন। তাই সেখানে এই রোগীর পরিমাণ বেশী। হবিগঞ্জ হাসপাতালে ডেঙ্গু নিয়ে ভর্তি হওয়ায় ৭ জন রোগী ইতোমধ্যে ভাল হয়ে বাসায় ফিরেছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ৪ জন। অন্যদেরকে ঢাকা ও সিলেটে প্রেরণ করা হয়েছে। এবং হবিগঞ্জ শহরে ডেঙ্গু আতঙ্কে অনেকেই দিনের বেলায় ও মশারী ব্যবহার করতে পরামর্শ দেয়া হয়েছে।