স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে সোনাই নদীর বাঁধের উপর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদ। গতকাল দুপুরে তিনি সোনাই নদীসহ আশপাশের খালের উপর অবৈধভাবে নির্মিত স্থাপনা উচ্ছেদ কার্যক্রম পরিদর্শন করেন। এছাড়া মাধবপুর বাজারের পাশ দিয়ে বয়ে যাওয়া খালের উপর অবৈধ স্থাপনা উচ্ছেদ শেষে নির্মানাধিন রাস্তার কাজও পরিদর্শন করেন জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদ। এ সময় উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনুভা নাসতারান, সহকারী কমিশনার (ভূমি) মতিউর রহমান খানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।