স্টাফ রিপোর্টার ॥ অষ্টগ্রামে বিদ্যুৎপৃষ্ট হয়ে বানিয়াচঙ্গের এক রাজ মিস্ত্রীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১ টায় কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম এলাকায় কাজ করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুৎতের তারে জড়িয়ে গেলে বিদুৎপৃষ্ট হয়ে জ্ঞান হারিয়ে ফেলে। এ সময় সহকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতলে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। নিহত রাজ মিস্ত্রী নাজির হোসেন (২০) বানিয়াচং উপজেলার মীরের মহল্লার ফাজিল হোসেনের পুত্র। বানিয়াচং থানার ওসি রাশেদ মোবারক জানান, নিহত নাজির পেশায় দিন মুজুর, অসাবধানতাবশত বিদ্যুতের তারে হাত দিলে সেখানেই তার মৃত্যু হয়।