স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার কদমতলী গ্রামে মহিবুর রহমান খিরাজ (৫০) নামে এক সৌদিআরব ফেরত ব্যক্তিকে পিটিয়ে জখম করা হয়েছে। আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (২৯ জুলাই) সকালে এ ঘটনাটি ঘটে। আহত খিরাজ মিয়া উপজেলার কদমতলী গ্রামের মৃত হাজী আছিম উল্লাহ পুত্র। আহত ব্যক্তির ছোট ভাই মোহাম্মদ সোহেল জানান, সোমবার সকালে তাদের জমিতে ঘাস কাটতে বাধা দেয়ায় আমার ভাই কদমতলী দোকান থেকে বাড়ি ফেরার পথে গ্রামের সৈয়দ আলীর ছেলে কামাল মিয়া, জামান মিয়া তাকে পিটিয়ে আহত করে এবং সঙ্গে থাকা টাকা-পয়সাসহ মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে।
স্থানীয় ওয়ার্ড মেম্বার আবুল কালাম আজাদ জানান- এরকম একটি ঘটনা শুনেছি, তবে কি কারনে হয়েছে জানার জন্য গ্রামের মুরুব্বিয়ানদের সাথে কথা বলেছি।