স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় ব্যক্তিবর্গের মধ্যে জনসচেতনতার লক্ষে দি হাঙ্গার প্রজেক্ট অব বাংলাদেশ এর আয়োজনে (চচএ) পিস প্রেসার প্র“প এর উদ্যোগে গতকাল সকার ১১টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ডেঙ্গুজ্বর ও ছেলে ধরা গুজব নিয়ে সচেতনাতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট, শিক্ষার্থীদের সচেতন করার লক্ষে দেয়া হয় গুরুত্বপূর্ণ বক্তব্য। শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়, শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমী এন্ড হাই স্কুল এর প্রায় দুই হাজার শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, কর্মচারী ও স্থানীয় ব্যক্তিবর্গের মাঝে এডিসমশার নিধনে জন সচেতনাতাই যতেষ্ট, ডেঙ্গুজ্বর রোধে প্রয়োজনীয় পরামশ্যসহ ছেলে ধরা আতংক একটি গুজব এ বিষয়ে সকলের মাঝে লিফলেট বিতরন সহ বিভিন্ন কথা বলে সকলকে সচেতন করা হয়। দিনব্যাপী আয়োজনে উপস্থিত ছিলেন যথাক্রমে পিস এম্বেসেডর, আব্দুল্লাহ সরদার, আব্দুস সালাম, সমন্বয়কারী মোঃ জালাল উদ্দিন রুমি, চধাব সদস্য আলেয়া বেগম, কাজী শাহেনা, রানা আহমেদ, সোহাগ মিয়া, আব্দুর রাজ্জাক প্রমূখ। এছাড়াও উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা সুপারভাজার জগদ্বীশ চন্দ্রদাশ, প্রধান শিক্ষক মোঃ আবিদুর , মোঃ হারুনুর রশীদ, প্রহ-প্রধান জালাল আহমেদ, আব্দুর রকিব প্রমূখ। বেলা ৪ ঘটিকায় সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্টি গণতন্ত্রের রক্ষা করার শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় শায়েস্তাগঞ্জ নতুনব্রীজ এলাকায় (চচএ) পিস প্রেসার গ্র“পের সহযোগীতায় অনুষ্টিত হয় মানববন্ধন।