প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌরসভার নব নির্বাচিত মেয়র মোঃ মিজানুর রহমান মিজানকে সংবর্ধনা দিয়েছে পৌর টমটম মালিক শ্রমিক ঐক্য পরিষদ। গতকাল দুপুরে শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত ব্যক্তিত্ব মেয়র মোঃ মিজানুর রহমান মিজান।
সংগঠনের আহবায়ক নূরুল আমীন ভূইয়ার সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম এবং পিন্টু দাশের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সেলিম, পৌর টমটম মালিক শ্রমিক ঐক্য পরিষদের উপদেষ্টা মোঃ তুরাব আলী, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহী, হবিগঞ্জ টমটম দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মুজিবুর রহমান, আওয়ামী তথ্য প্রযুক্তি লীগ হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক শেখ মোঃ জহিরুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথি’র বক্তব্যে মেয়র মিজানুর রহমান মিজান বলেন, শহরের যানজট নিরসনে টমটম মালিক এবং শ্রমিকসহ সংশ্লিষ্ট সকলের আন্তরিকতা প্রয়োজন। টমটম একটি সাশ্রয়ী ও পরিবেশবান্ধব পরিবহন। তবে শহরবাসীর দুর্ভোগ লাঘবে নাম্বারবিহীন টমটম বন্ধ রাখতে হবে। সবসময় টমটম-মালিক শ্রমিকদের সহযোগিতার আশ্বাস প্রদান করেন মেয়র মিজান। এছাড়াও প্রশাসনের সাথে আলোচনা করে টমটম চালকের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ আয়োজনের আশ্বাস দেন তিনি।
সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন-মোঃ কামররুল ইসলাম, সাইফুদ্দিন জাবেদ, মহিবুল ইসলাম সোহেল, স্বপন কুমার গোপ, সামছু মিয়া, মোঃ আব্দুস সামাদ, মোঃ এনামুল হক, মোঃ মামুন, শাহ উজ্জ্বল, আব্দুল অজিজ, মোঃ সেলিম মিয়া, মোঃ জাহির মিয়া প্রমুখ।