স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের তালিকাভুক্ত দালাল চক্রের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম সেলিম খান (৪০)। তিনি বানিয়াচং উপজেলার হিয়ালা গ্রামের আব্দুল কাইয়ুমের পুত্র। গতকাল সোমবার দুপুর ১২ টার দিকে সদর হাসপাতালের জরুরী বিভাগের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) তদন্ত জিয়াউর রহমান জানান, দীর্ঘদিন যাবত হাসপাতালে রোগীদের সাথে প্রতারণা করে দালালি করে আসছিল একটি চক্র। এর মধ্যে অন্যতম হল দালাল সেলিম। তিনিসহ আরো কয়েকজন মিলে হাসপাতালে দালাল চক্রের সিন্ডিকেট গড়ে তুলেন। দালাল চক্রের সদস্যরা গ্রামগঞ্জ থেকে আসা সহজ-সরল মানুষদের সাথে বিভিন্ন প্রতারণা করে আসছিল। হাসপাতালে আসা রোগীদের স্লিপসহ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করিয়ে দেয়ার নাম করে সাধারণ লোকজনের কাছ থেকে প্রতারণা করে টাকা পয়সা হাতিয়ে নিত। পুলিশ কয়েকবার তাকে ধরতে অভিযান চালালেও তিনি সটকে পড়েন। গতকাল দুপুর ১২টার দিকে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
এদিকে গত রবিবার সন্ধ্যায় একই স্থানে অভিযান চালিয়ে দালাল শাহিনকেও আটক করা হয়।
ওসি (তদন্ত) আরও জানান, ইতোমধ্যে শাহিন সেলিমসহ বেশ কয়েকজন দালালকে আটক করা হয়েছে। অন্যান্য দালালদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত আছে।