নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ শহরে মদ পান করে সিএনজি ভাংচুর করায় দুই মাদকসেবীকে উত্তেজিত জনতার গণধোলাই। গতকাল সোমবার (২৯ জুলাই) রাতে নবীগঞ্জ শহর নতুন বাজার মোড়ে মদ পান করে পার্কিং করা একটি সিএনজি ভাংচুর করে দুই ব্যক্তি। মদ পানকারী ওই দুই ব্যক্তি সাধারণ লোকজনের উপর হামলা করে। এ সময় উত্তেজিত জনতা গণধোলাই দিয়ে তাদের পুলিশে সোর্পদ করে। আটকৃতরা হলেন, ওসমানী নগর থানা গোয়ালা বাজার ইউনিয়নের গদিরচর গ্রামের মন্তাজ উল্লাহর পুত্র দুদু মিয়া (৪৫) ও জগন্নাতপুর ইউনিয়নের খাদিমপুর হরিপুর গ্রামের আরফত উল্লাহর পুত্র লালন মিয়া (৪০)। পরে ভ্র্যাম্যমান আদালত পরিচালনা করে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ বিন হাসান তাদের ১ বছরের সাজা ও দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।