স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ সংক্ষিপ্ত সফরে ইংল্যান্ড গমন করেছেন। তিনি গত রবিবার ভোর ৫ টায় হযরত শাহজালাল (রহ:) আন্তর্জাতিক বিমানবরন্দ থেকে কাতার এয়ারওয়েজের একটি প্লাইটে ইংল্যান্ডের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন। সফরকালে তিনি লন্ডলে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাত করবেন। এছাড়াও তিনি আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠন ও বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মসূচিতে অংশ গ্রহণ করবেন। আগামী ৭ আগষ্ট উনার দেশে ফেরার কথা রয়েছে। সময় স্বল্পতার জন্য তিনি সকলের সাথে দেখা করে যেতে পারেননি বলে দুঃখ প্রকাশ করেছেন। সফরকালে তিনি সকলের দোয়া ও আর্শিবাদ কামনা করেছেন।