স্টাফ রিপোর্টার ॥ ডেংগুজ্বর আক্রান্ত ৩ রোগী হবিগঞ্জ হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানা গেছে। তারা ঢাকা থেকে আক্রান্ত হবিগঞ্জ এসে সদর হাসাপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এর মধ্যে গতকাল রবিবার বিকেলে ২জন রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকায় রেফার্ড করেন চিকিৎসক। হাসপাতালে ইমন নামে একজন বর্তমানে ভর্তি রয়েছে।
ডেংগু আক্রান্তরা হলেন, লাখাই উপজেলার মুড়িয়াউক গ্রামের এমরান মিয়ার ছেলে ইমন, শায়েস্তাগঞ্জের কদমতলীর মকসুদ আলীর ছেলে জালাল মিয়া ও নাসিরনগরের সুন্দর আলীর পুত্র ইউসুফ আলী।
হবিগঞ্জ সদর হাসাপাতালের কর্তব্যরত চিকিৎকরা জানান, তারা ঢাকায় কর্মরত থাকা অবস্থায় ডেংগুজ্বরে আক্রান্ত হওয়ার পর হবিগঞ্জ ধরা পড়ে।