বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৩:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
উৎসব মুখর পরিবেশে নবীগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন ॥ এটিএম সালাম সভাপতি, ছনি চৌধুরী সম্পাদক চুনারুঘাটে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাটি কাটার মহোৎসব শহরে বৈষম্য বিরোধী আন্দোলনের ঘটনায় সাবেক এমপি আবু জাহিরসহ ৭৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় লাবণ্য মেধা তালিকায় ২য় স্থান অর্জন করেছে সাংবাদিক আব্দুল হাকিমের ছোট ভাইয়ের ইন্তেকাল মোড়াকরি গ্রামে ইয়াবাসহ যুবক আটক শুভ বড়দিন আজ জমি অধিগ্রহণে ক্ষতিপূরণের ন্যায্য মূল্য পাওয়ার দাবি মালিকপক্ষের আজমিরীগঞ্জে ইউএনডিপি ৮৩টি নলকূপ বিতরণের তালিকা স্বজনপ্রীতির মাধ্যমে তৈরির অভিযোগ শায়েস্তাগঞ্জে খোয়াই নদীর বাঁধ ঝুঁকি পূর্ণ

চুনারুঘাটে চা-বাগান বাংলোতে ডাকাতের হানা ॥ মালামাল না পেয়ে ম্যানেজারসহ পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম

  • আপডেট টাইম সোমবার, ২৯ জুলাই, ২০১৯
  • ৬৮০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার লালচাঁন্দ চা-বাগানের ডাক বাংলোয় একদল ডাকাত হানা দিয়ে মালামাল না পেয়ে বাংলোর ম্যানেজার ও স্ত্রী-কণ্যাকে কুপিয়ে জখম করেছে। আহত অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার দিবাগত শেষ রাতের দিকে এ ঘটনাটি ঘটে।
জানা যায়, ওই রাতে লাল চাঁন্দ চা-বাগান বড় বাংলোতে হানা দেয় ১০/১২ জনের একটি ডাকাত দল। ডাকাতরা প্রথমে বাংলোর মূল গেট ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে বাংলোর ম্যানেজার মোফাজ্জল হোসেনের কলেজ পড়ুয়া মেয়েকে অস্ত্র ঠেকিয়ে টাকা পয়সা ও সোনা গহনা দিতে বলে। বাংলোতে টাকা পয়সা ও সোনা গহনা নেই বলে জানাতেই ডাকাতরা তাদের উপর হামলা চালায়। এ সময় ডাকাতরা ম্যানেজার মোফাজ্জলকে কুপিয়ে জখম করে। তাকে বাঁচাতে এগিয়ে আসলে তার স্ত্রী ও মেয়েকে কুপিয়ে জখম করে ডাকাতরা। পরে টেলিফোনে খবর পেয়ে মোফাজ্জল হোসেনের এক বন্ধু ঘটনাস্থলে ছুটে যান এবং তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন।
আহতরা হলেন-লাল চাঁন্দ চা বাগান ডাক বাংলোর ম্যানেজার মোফাজ্জল হোসেন (৫৫), তার স্ত্রী আফরোজা বেগম লিপি (৪৮) ও কলেজ পড়ুয়া মেয়ে মালিয়া হোসেন লিপি (১৮)।
এ ব্যাপারে ডাক বাংলোর ম্যানেজার মোফাজ্জল হোসেন বলেন- ‘ডকাতরা প্রথমে আমার মেয়েকে জিম্মি করে আমাদের রুমের কাছে নিয়ে যায়। হঠাৎ আমার মেয়ের চিৎকার শুনে ঘুম থেকে উঠে দরজা খোলে দেখি ১০/১২ জন ডাকাত আমার মেয়ের পেছনে দাড়িয়ে আছে। তাদের সকলের হাতেই দা ছিলো। এছাড়া হাফ প্যান্ট ও গোল গলার টি শার্ট পড়নে ছিলো।’
তিনি বলেন-‘বাংলোতে কোন ধরণে টাকা পয়না বা সোনা গহনা থাকে না। আর এগুলো দিতে পারিনি বলে ডাকাতরা আমাদের উপর হামলা চালায়। কিন্তু কোন রকমে আমরা ঘরে প্রবেশ করে দরজা বন্ধ করে প্রাণে রক্ষা পাই। এ ব্যাপারে আমি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।’
তিনি অভিযোগ করে বলেন-প্রায়ই বিভিন্ন চা বাগানের ডাক বাংলোতে অপ্রীতিকর ঘটনা ঘটে। এছাড়া চা বাগান এলাকায় বিভিন্ন সময় পথচারীরা ডাকাতির বা ছিনতাইকারীর কবলে পরে। এ ব্যাপারে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক বলেন-‘চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এসেছে। এ ব্যাপারে এখনও মামলা দায়ের করা হয়নি, তবে প্রস্তুতি চলছে। ’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com