স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে ফ্রান্স প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ডাকাতরা নগদ টাকা ও স্বর্ণালংকারসহ ২০ লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়েছে বলে দাবি করছেন ওই পরিবার। এ সময় ডাকাতদের হামলায় দুই সহোদর আহত হয়েছেন। শনিবার দিবাগত মধ্যরাতে বিরামচর গ্রামের ফ্রান্স প্রবাসী পাঁচ ভাই কাউছার, মাহফুজ, কদ্দুছ, জাকির ও বদরুলদের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ফ্রান্স প্রবাসী জাকির গত ১০-১২ আগে বাড়িতে আসেন। এই সুযোগে গৃহকর্তা হাজী শফিক মিয়া তালুকদারের বসত ঘরের বারান্দার গ্রীল কেটে মুখোশধারী ডাকাতদল ঘরে প্রবেশ করে। শফিক মিয়া ডাকাতের উপস্থিতি বুঝতে পেরে প্রতিরোধ করার চেষ্টা করেন। এসময় ডাকাতরা ছুরি ও রামদা দিয়ে কুপ দিলে তিনি আহত হন। তার ভাই এগিয়ে এলে তাকে পিটিয়ে আহত করা হয়। এতে দুই ভাই আহত হন। এক পর্যায়ে ডাকাতরা পরিবারের সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে এক রুমে আটক করে মালামাল লুট করে পালিয়ে যায়।
গৃহকর্তা হাজী শফিক মিয়া তালুকদার বলেন-তাদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে আলমিরার ড্রয়ার ভেঙ্গে নগদ আড়াই লক্ষ টাকা, ২ হাজার ইউরো, ভিসা লাগানো পাসপোর্ট, বিমানের টিকিট, ব্যবহৃত ৩টি আইফোন, ৪-৫টি নতুন আইফোন, সদ্য ফ্রান্স থেকে আনা আত্মীয়স্বজনের জন্য বিভিন্ন দামের মোবাইল সেট, স্বর্ণালঙ্কারসহ প্রায় ২০ লক্ষ টাকার মালামাল লুট করা হয়েছে।
এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ডাকাতির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে কিছু আলামত সংগ্রহ করা হয়েছে।