মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং উপজেলার সরকারী কোয়ার্টারে দিনে দুপুরে চুরি সংঘটিত হয়েছে। গতকাল উপজেলার শিমুল কোয়ার্টারের ২য় তলায় এ চুরির ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে বানিয়াচং থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রজিত কুমার দাস ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ সূত্রে জানা যায়, কে বা কারা দিনের কোন এক সময় এ ঘটনাটি ঘটিয়েছে। এ বিষয়ে পুলিশ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে। উপজেলা সূত্রে জানা যায়, শিমুল কোয়ার্টারের ২য় তলায় দরজার লক ভেঙ্গে সাব-রেজিষ্টার এর বাসা থেকে নগদ ৩০ হাজার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এর বাসা থেকে ১৫ হাজার, উপজেলা যুব উন্নয়ন অফিসার এর বাসা থেকে ৫ হাজার, একটি বাড়ী একটি খামার প্রকল্পের কর্মকর্তার বাসা থেকে ৫ হাজার, উপ-সহকারী কৃষি কর্মকর্তার বাসা থেকে ৬ হাজার এবং উপজেলা পরিষদ চেয়ারম্যানের সি,এ রুবেল এর বাসা থেকে ৪ ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায় সংঘবদ্ধ চোর চক্রটি। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন খন্দকার’র সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে থানা পুলিশকে ব্যবস্থা নিতে বলা হয়েছে বলেও জানান। অফিসার ইনচার্জ রাশেদ মোবারক জানান, চুরির ঘটনা জানার সাথে সাথে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে ঘটনাস্থল পরিদর্শন করেছে। উপজেলা প্রশাসনের পক্ষে লিখিত অভিযোগ পেলে মামলা নেয়া হবে। পুলিশ ঘটনার সাথে জড়িতদের চিহিৃত করতে কাজ করে যাচ্ছে।