প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌরএলাকার জলাবদ্ধতা নিরসনে বড় ড্রেনসমূহ ব্যাপকভাবে পরিস্কারের জন্য অভিযান শুরু করেছেন মেয়র মোঃ মিজানুর রহমান। একই দিনে রাত্রীকালীন বিশেষ পরিচ্ছন্নতাও শুরু করেন তিনি। রবিবার বেলা ১১ টায় মেয়র কর্মকারপট্টি বড়ড্রেন পরিস্কারের কাজ পরিদর্শন করতে যান। এ সময় এলাকার বাসিন্দারা মেয়র মিজানুর রহমানকে এই উদ্যোগ নেয়ার জন্য সাধুবাদ জানান। তারা বলেন দীর্ঘদিন যাবত কর্মকার পট্টির বড় ড্রেন পরিস্কার করার উদ্যোগ না নেয়ার কারনে ওই এলাকায় জলাবদ্ধতা ভয়াবহ আকার ধারন করেছিল। বড় ড্রেন পরিস্কারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে এলাকার জলাবদ্ধতার দীর্ঘদিনের সমস্যার সমাধান হবে। এ সময় মেয়র মিজানুর রহমান বলেন নির্বাচনের আগে আমি জনগনকে প্রতিশ্র“তি দিয়ে ছিলাম যে আমি নির্বাচিত হলে শুধু কথায় নয় জলাবদ্ধতা নিরসনে দৃশ্যমান কাজের উদ্যোগ নেবো। তিনি বলেন আমি জনগনকে দেয়া আমার প্রতিশ্র“তি রক্ষার জন্যই বড় ড্রেনসমূহ পরিস্কারের উদ্যোগ নিয়েছি।’ এ সময় তিনি ওই রোডে ব্যবসায়ীদের সাথে আলোচনা করেন। ড্রেনে আবর্জনা ফেলা হতে বিরত থাকার জন্য যাতে সকলের মাঝে সচেতনতা সৃষ্টি হয় সে ব্যাপারে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। এর আগে সকালে তিনি হবিগঞ্জ সদর হাসপাতাল ও ষ্টাফ কোয়ার্টার এলাকায় পৌরসভার পরিচ্ছন্নতা কাজ পরিদর্শন করেন। পরিচ্ছন্নতা অভিযান পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন কাউন্সিলর মোহম্মদ জুনায়েদ মিয়া, গৌতম কুমার রায় ও মোঃ আব্দুল আউয়াল মজনুসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।