সটাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জের সৌলরী এস ই এস ডিপি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বানের পানি উঠায় ছাত্রছাত্রীদের যাতায়াতসহ খেলাধুলায় ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। ছাত্র ও অভিভাবক সূত্রে জানা যায়, সাম্প্রতিককালের অতি বৃষ্টি ও পাহাড়ি ঢলে পানি বৃদ্ধি পেয়ে বিদ্যালয়ের সামনের মাঠ তলিয়ে গেছে। জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে স্কুলের দ্বিতীয় তলার ভবন উদ্বোধনের সময় ছাত্র ও অভিভাবক সমাবেশে এলাকার সংসদ এডভোকেট আব্দুল মজিদ খান মাঠে মাটি ভরাট করে খেলাধুলার পরিবেশ করে দিবেন আশ্বাস দিয়েছিলেন। তিনি শিক্ষায় অনগ্রসর আজমিরীগঞ্জ-বানিয়াচং এর শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণ সহ এমপিওভুক্ত করেছেন।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোজাক্কির হোসাইন বলেন, গত কয়েকদিনের অতিবৃষ্টিতে বানের পানি উঠায় ছাত্রছাত্রীর নানান ভোগান্তির শিকার হচ্ছে। স্কুলের মাঠে মাটি ভরাট করলে ছাত্রছাত্রীদের খেলাধুলার পরিবেশ সৃষ্টি হবে।
স্কুল ম্যানেজিং কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি প্রবীণ ব্যক্তিত্ব বীর ম্ুিক্তযোদ্ধা মোঃ ফজলুর রহমান চৌধুরী বলেন, আমাদের আজমিরীগঞ্জ শিক্ষার ক্ষেত্রে পূর্বের চেয়ে অনেক অগ্রসর হয়েছে। হাওর অঞ্চলে বর্তমান শিক্ষা বান্ধব সরকার ও সাংসদের প্রচেষ্টায় বহু শিক্ষা প্রতিষ্ঠানে নতুন নতুন ভবন নির্মাণ হয়েছে। কাজেই ৭ শতাধিক ছাত্রছাত্রীর জন্য স্কুলের মাঠটিতে মাটি ভরাট সহ সীামনা প্রাচীর নির্মাণ করা প্রয়োজন।