মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে এক বৃদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বানিয়াচং থানার এস আই আব্দুস সাত্তার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কালিদাস টেকা গ্রাম থেকে আহমদ আলী (৬০) নামে এক বৃদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার করেন। সে কালিদাস টেকা গ্রামের মৃত করম আলীর ছেলে। মৃত্যুর সঠিক কারন নির্ণয়ের জন্য লাশ হবিগঞ্জ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে বানিয়াচং থানায় একটি অপমৃত্যু মামলা (মামলা নং-১৮, তারিখ ২৮/৭/২০১৯ইং) দায়ের করা হয়েছে।