স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জের কলিমনগরে ট্রাক-সিএনজির সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। গুরুতর আহত শাওন আহমেদ, আক্কাস আলী, হেলিম ও চান মিয়াকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রবিবার রাত ৮ টার দিকে এ ঘটনাটি ঘটে। এ সময় ওই সড়কে প্রায় ১ ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে যানবাহন চলাচল স্বাভাবিক করে।
জানা যায়, হবিগঞ্জ থেকে একটি সিএনজি অটোরিক্সা যাত্রী নিয়ে শায়েস্তাগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়ে ওই স্থানে পৌছুলে বিপরীত দিক থেকে আসা একটি ধান বোঝাই একটি ট্রাকের সাথে সংঘর্ষ বাঁধে। এতে সিএনজি ধুমড়ে-মুছড়ে যায়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।