শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৮:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে বাড়ির রাস্তা নিয়ে বিরোধ ॥ একই পরিবারে বৃদ্ধসহ ৭ জনকে কুপিয়ে জখম বানিয়াচংয়ে পুলিশ সুপার রেজাউল হক খান ॥ একজন খেলোয়ার তার দেশকে উন্নত করতে পারে নবীগঞ্জে গভীর রাতে তরুণের বাড়িতে তরুনী ॥ তরুণের রহস্যজনক মৃত্যু নবীগঞ্জ করগাও ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা ॥ ৭১ সদস্য কমিটির ৫৪ জনই অনুপস্থিত ইকরামের আখড়া’র জায়গা দখলের চেষ্টা ও গাছ কর্তন নিয়ে উত্তেজনা সাংবাদিক হাকিমের ভাইর মৃত্যুতে সাংবাদিক নেতৃবৃন্দের শোক মাধবপুরে সরকারী বাউন্ডারি ভেঙ্গে কোটি টাকার ভূমি দখলের চেষ্টা জুমার খুৎবায় সৈয়দ আজহার আহমাদ এবাদ ॥ কর্মে ফাঁকি দিয়ে অর্থ উপার্জন হারাম লাখাইয়ে মাদক মামলার আসামি সোহাগ গ্রেপ্তার শহরে ড্রেনের উপর মাটি ভরাট করে দোকান নির্মাণ ॥ পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা

হবিগঞ্জে জলাবদ্ধতা নিরসনে আলোচনা

  • আপডেট টাইম রবিবার, ২৮ জুলাই, ২০১৯
  • ৬৭১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তারেক মো. জাকারিয়া বলেছেন, পুরাতন খোয়াই নদী উদ্ধারে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। বাইপাস সড়কের দু’পাশে অবৈধ দখল উচ্ছেদ করা হয়েছে। তবে অনেকে হাইকোর্টের রিট দেখিয়ে উচ্ছেদ কাজ আটকে দিচ্ছেন। খোয়াই নদী নিয়ে সরকার মেগা প্রকল্প হাতে নিয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে ‘পরিচ্ছন্ন হবিগঞ্জ’ আন্দোলন শুরু হয়েছে। আশা করছি বাংলাদেশ পরিবেশ আন্দোলনের দাবিগুলো বাস্তবায়নে প্রশাসনের পক্ষ থেকে বিন্দুমাত্র কার্পন্য করা হবেনা। গতকাল শনিবার সকাল ১০টায় হবিগঞ্জ প্রেসকাব মিলনায়তনে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও খোয়াই রিভার ওয়াটারকিপার আয়োজিত ‘হবিগঞ্জের জলাবদ্ধতা নিরসন, পুরাতন খোয়াই নদী পুনরূদ্ধারে নাগরিক উদ্যোগ ও নাগরিক অভিজ্ঞতা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বাপা জেলা সভাপতি অধ্যাপক মো. ইকরামুল ওয়াদুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এসএম ফজলুল হক, হবিগঞ্জ পৌরসভার মেয়র মিজানুর রহমান মিজান, পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী এমএল সৈকত, বাপা কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক শরীফ জামিল, প্রেসক্লাবের সাবেক সভাপতি মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক রুহুল হাসান শরীফ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকন প্রমুখ। আলোচনায় অন্যান্যের মাঝে বক্তৃতা করেন প্রকৌশলী এমএ মুনিম চৌধুরী বুলবুল, সমাজকর্মী সৈয়দ কামরুল হাসান, সংস্কৃতিকর্মী ও ব্যবসায়ী অনুপ কুমার দেব মনা, রোটারিয়ান সৈয়দ বাকী ইকবাল, রেবা চৌধুরী, নজরুল একাডেমী জেলা শাখার সভাপতি তাহমিনা বেগম গিনি, সাংবাদিক চৌধুরী মাসুদ আলী ফরহাদ, রোটার‌্যাক্ট ক্লাব অব হবিগঞ্জ খোয়াই এর সভাপতি সৈয়দ মঞ্জুরুল হাসান তারেক প্রমূখ।
বাপা যুগ্ম সম্পাদক শরীফ জামিল বলেন, বাপা সরকারের সঙ্গে পরিবেশ সংক্রান্ত কাজে সহযোগিতা করে যাচ্ছে। পুরাতন খোয়াই নদীর সীমানা নির্ধারণ হয়ে আছে। আমরা আহ্বান জানাই সকল দখলদারদের তালিকা প্রকাশ করে অবিলম্বে উদ্ধার অভিযানে নামা হউক।
অতিরিক্ত পুলিশ সুপার এসএম ফজলুল হক বলেন, পুরাতন খোয়াই নানা কারণে দখল হয়ে গেছে। আমরা সকলে মিলে কাজ করলে এটি উদ্ধার করা সম্ভব।
সভার শুরুতে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাপা জেলা শাখার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল। সঞ্চালনায় ছিলেন বাপা জেলা শাখার যুগ্ম সম্পাদক সিদ্দিকী হারুন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com