প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচঙ্গ উপজেলার সুবিদপুর ইউনিয়নের ৪, ৫ ও ৬নং সংরক্ষিত ওয়ার্ডের বর্তমান মহিলা মেম্বার ও আতুকুড়া গ্রামের বাসিন্দা আলেয়া আখনজী হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল সকাল ৮টায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। তিনি ৩পুত্র, ২ কন্যা, নাতি, নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। গতকাল বাদ জুম্মা মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে ইউপি চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, এডভোকেট মাসুদ করিম আখনজী তাপসসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ গ্রহন করেন। পরে পারিবারিক কবর স্থানে মরহুমার লাশের দাফন সম্পন্ন করা হয়। উল্লেখ্য আলেয়া আখনজী আতুকুড়া গ্রামের আয়ুব আলী আখনজীর স্ত্রী। তিনি আতুকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যসহ বিভিন্ন সামাজিক সংগঠনের দায়িত্ব পালন করেন। ইউপি সদস্যা আলেয়া আখনজীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সুবিদপুর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরীসহ ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ। এছাড়াও শোক প্রকাশ করেছেন হবিগঞ্জের তরুণ আইনজীবি এডভোকেট মাসুদ করিম আখনজী তাপসসহ অন্যান্য নেতৃবৃন্দ।