প্রেস বিজ্ঞপ্তি ॥ উমেদনগর শাহপরান দারুচ্ছুন্নাৎ দাখিল মাদরাসায় শিক্ষক কর্মচারীগণের ডিজিটাল হাজিরার উদ্বোধন করা হয়েছে। গতকাল এই ডিজিটাল হাজিরার শুভ উদ্বোধন করেন মাদরাসা ম্যানেজিং কমিটির সভাপতি ও হবিগঞ্জ পৌর মেয়র মিজানুর রহমান মিজান।
এ সময় উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির সদস্য মোঃ জালাল উদ্দিন, মাদরাসার সুপার মাওলানা মুফতি মহিউদ্দিন নঈমীসহ শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীগণ। উল্লেখ্য, মাদরাসাটি সুযোগ্য পরিচালনা কমিটির আন্তরিক প্রচেষ্টায় অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা যথাযথ সময় ও মেধা ব্যয় করে শিক্ষার মানউন্নয়ন করে যুগ উপযোগী ছাত্র-ছাত্রী গড়ে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে নিরলস পরিশ্রম কর যাচ্ছেন। মাদরাসটির বহুমুখী উন্নয়নের জন্য পরিচালনা কমিটি বদ্ধ পরিকর মর্মে এলাকার ও অত্র অঞ্চলের সকল অভিভাবকগণ ছাত্র-ছাত্রী ভর্তি নিয়মিত পাঠদানের অনুরোধ করা হয়।