স্টাফ রিপোর্টার ॥ সুতাং নদীর পানি দূষণ রোধ তথা এর ক্ষতিকর প্রভাব থেকে মুক্তির জন্য আগামী ২০ আগস্ট জনসভা অনুষ্ঠিত হবে। গতকাল ৩ ঘটিকায় সাধুর বাজারে আয়োজিত পরামর্শ সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয়। স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান শেখ কামাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত পরামর্শ সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ সদর উজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম। সভায় স্থানীয় স্থানীয় মুরুব্বিয়ান ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় মোতাচ্ছিরুল ইসলাম বলেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের নির্ধারিত সময়ে জনসভা করা যায়নি। কিন্তু আগামী ২০ আগস্ট যথারিত স্থানে বিকাল ৩ ঘটিকায় সুতাং নদীর পরিবেশ রক্ষার লক্ষ্যে জনসভা অনুষ্ঠিত হবে। উক্ত সভায় অত্র এলাকার সর্বস্তরের জনসাধারণকে উপস্থিত থাকার আহ্বান জানান।