বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়ানচং উপজেলা সুবিদপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে জাল ভোট দেয়ার অপরাধে এক ব্যক্তির ৬ মাসের শস্ত্রম কারাদন্ড। গতকাল বানিয়াচং উপজেলার ১০নং সুবিদপুর ইউনিয়নের উপ-নির্বাচনে জাল ভোট দেয়ায় হিরার মিয়ার ছেলে স্বপন মিয়া (১৯)কে সশ্রম কারাদন্ড প্রদান করা হয়। নির্বাচনে দায়িত্ব প্রাপ্ত ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম স্থ্নাীয় সরকার (ইউনিয?ন পরিষদ) নির্বাচন বিধিমালা ২০১০ এর আলোকে এ সাজা প্রদান করেন। গতকালই সাজাপ্রাপ্ত আসামী স্বপন মিয়াকে জেলা কারাগারে প্রেরন করা হয়েছে।