চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারঘাট উপজেলার কৃতি সন্তান সাবেক বিচারপতি মোঃ আব্দুল হাই বাংলাদেশ শ্রম আপীল ট্রাইব্যুনালের চেয়ারম্যান পদে আবারও দুই বছরের জন্য নিয়োগ পেয়েছেন। গতকাল ২৫ জুলাই ১৯ বৃহস্পতিবার মহামান্য রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ এর আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব আলিয়া মেহের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আব্দুল হাইকে পূনরায় দুই বছর মেয়াদী চুক্তি ভিত্তিক শ্রম আপীল ট্রাইব্যুনাল এর চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেন। তিনি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ১০নং মিরাশী ইউনিয়নের আইতন (জজবাড়ী) গ্রামে জন্ম গ্রহন করেন। আব্দুল হাই সাবেক জজ ও সুপ্রীম কোর্টের হাই কোর্ট বিভাগের বিচারপতি ছিলেন।