লাখাই প্রতিনিধি ॥ লাখাই উপজেলার ৬নং বুল্লা ইউনিয়নের ৩নং সংরক্ষিত আসনের সাধারন ওয়ার্ড (৭, ৮, ৯) উপ-নির্বাচনে মনোয়ারা খাতুন বিজয় লাভ করেন। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত একটানা ভোট গ্রহন করা হয়। মনোয়ারা খাতুন ১৪৬ ভোট বেশি পেয়ে জয় লাভ করেন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৫ হাজার ৭শ ৭৭ জন। মোট কাষ্টিং ভোট ২ হাজার ৩শ ৫৫। ভোট পড়েছে ৪১%। মোট বৈধ ভোটের সংখ্যা ২ হাজার ৩শ ৪। বাতিল ভোট ৫১। মনোয়ারা খাতুন (মাইক) পেয়েছেন ১ হাজার ২শ ২৫। জাহানারা বেগম (হেলিকপ্টার) পেয়েছেন ১ হাজার ৭৯টি। এ তথ্য নিশ্চিত করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মোশাররফ হুসেন খান।