স্টাফ রিপোর্টার ॥ ছেলে ধরা গুজবে কান না দিয়ে সতর্ক থাকতে সর্বস্তরের জনসাধারণদের আহবান জানিয়েছেন হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা (বিপিএম-পিপিএম)। গতকাল বুধবার বিকেল ৫টায় হবিগঞ্জ পুলিশ সুপার অফিসে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, ‘সারা দেশে একটি কূ-চক্রী মহল সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য ছেলে ধরা গুজবে আতঙ্ক ছড়াচ্ছে। এতে করে তারা আইন শৃংখলা পরিস্থিতি বিঘœ করে গোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা করছে। মানুষের মাথা এবং রক্ত পদ্মা সেতুতে লাগবে বলে যে গুজব ছড়ানো হচ্ছে তা সম্পুর্ন ভুয়া’।
পুলিশ সুপার আরও বলেন, ‘ফেইসবুক, ইউটিউব ও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের অপ-প্রচার চালানো বেআইনি, এবং শাস্তিযোগ্য অপরাধ। এলাকায় কাউকে সন্দেহ হলে তাকে মার-পিট না করে পুলিশের কাছে সোপর্দ করবেন। পাশা-পাশি এমন গুজবে কর্ণপাত না করে পুলিশকে সহযোগীতা করুন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ফজলুর রহমান ও এসএম রাজু আহমেদ প্রমুখ।