স্টাফ রিপোর্টার ॥ পূর্ব বিরোধের জের ধরে হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের সীমেরগাও গ্রামে দু’দলের সংঘর্ষে ৩০ জন আহত হয়েছে। গতকাল বিকেল সাড়ে ৪টার দিকে ওই গ্রামের পরেশ মিয়া ও তোতা মিয়ার পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনাটি ঘটেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে-পরেশ মিয়া ও তোতা মিয়ার মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে। গতকাল পরেশ মিয়ার ভাই সাবাজ মিয়া তোতা মিয়ার টিউবওয়েলে পানি আনতে যায়। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষ টেটা, বল্লমসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে ১ জন টেটাবিদ্ধসহ উভয় পক্ষের ৩০ জন আহত হয়। আহতদের মধ্যে টেটাবিদ্ধ সাবাজ মিয়াকে সিলেট মেডিকেলে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আহতদের মধ্যে সাহেদা বেগম (৬০), এলাছ মিয়া (৩০), আজাদ মিয়া (২৫), হাদিস মিয়া (২৪), দরবেশ আলী (২৮), ইছুব আলী (২৩), রায়হান মিয়া (১৮), শিউলি আক্তার (২২), সামসুন্নাহার (২৫) ও জমিলা বেগম (৬৫)কে হবিগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।