স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ খোয়াই প্রতিরক্ষা বাঁধের সম্প্রসারিত সংস্কার কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ। গতকাল বিকালে তিনি পরিদর্শনকালে বাঁধ রক্ষায় জিও ব্যাগ ডাম্পিং কার্যক্রম দেখেন। জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ এর ব্যক্তিগত উদ্যোগে গত প্রায় ৩ মাস যাবত খোয়াই নদীর শহর প্রতিরক্ষা বাঁধের কামড়াপুর ব্রীজ থেকে চৌধুরী বাজার ব্রীজ পর্যন্ত প্রায় ২৫০ মিটার সংস্কার কাজ চলছে।
সম্প্রতি, জেলা প্রশাসকের ব্যক্তিগত আমন্ত্রণে পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব ঝুঁকিপুর্ণ শহর প্রতিরক্ষা বাঁধ পরিদর্শন করেন। এ সময় জেলা প্রশাসক কামড়াপুর অংশে আরো ৪২ মিটার ঝুঁকিপুর্ণ বাঁধ সম্পর্কে পানি সম্পদ সচিবকে অবহিত করলে তিনি তাৎক্ষণিক ৪২ মিটার বাঁধ সংস্কারের বরাদ্দ প্রদান করেন। গত বুধবার থেকে ঝুঁকিপুর্ণ বাঁধে জিও ব্যাগ ডাম্পিং ও বিছানো হচ্ছে। এ সময় জেলা প্রশাসকের সাথে উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ নাহিজ, জেলা সাংবাদিক ফোরাম এর সভাপতি শাকিল চৌধুরীসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।