প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জের কৃতি সন্তান আজিজুন্নেছা রুনি লন্ডনের টহরাবৎংরঃু ড়ভ ইবফভড়ৎফংযরৎব লোটন ক্য্যম্পাস থেকে অঢ়ঢ়ষরবফ ঝড়পরধষ ঝঃঁফরবং ইঅ (ঐড়হং) বিষয়ে স্নাতকত্তোর ডিগ্রি লাভ করেছেন। তিনি শহরের উমেদনগর পশ্চিম এলাকার (খান বাড়ি) নুরে মদিনা গাউছিয়া জালালিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা হাফিজ মাওলানা বশির আহমেদ খান ও মোছাঃ আমিনা খাতুনের ৪র্থ কন্যা। রুনি’র পিতা-মাতা লন্ডনের লোটন শহরে বসবাস করছেন। সেই সুবাধে রুনি লন্ডনেই পড়ালেখা করছেন। তিনি বার্নফিল্ড একাডেমি লোটন থেকে এসএসসি পাশ করেন। পরে বার্নফিল্ড কলেজ থেকে এইচএসসি পাশ করার পর তিনি টহরাবৎংরঃু ড়ভ ইবফভড়ৎফংযরৎব এ ভর্তি হন। তিনি সকলের দোয়া প্রার্থী। উল্লেখ্য, আজিজুন্নেছা রুনি হবিগঞ্জের মেসার্স আতিয়া সাজ্জাদ অটো রাইস মিলের স্বত্বাধিকারী ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আব্দুর রশিদ খানের শ্যালিকা।