স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট মহাসড়কে মাধবপুর জগদীশপুর এলাকায় অবস্থায় ৬৫ বছরের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে লাশের মুখ ও শরীর গাড়ীর চাকার আঘাতে বিকৃত হয়ে যাওয়ায় পরিচয় জানা যায়নি। গতকাল বুধবার সকাল ৯টায় শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মোঃ লিয়াকত আলীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল সর্গে প্রেরন করে। স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, গত মঙ্গলবার কোন অজ্ঞাত যানবাহন তাকে চাপা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়। ওই সময় থেকে সকাল পর্যন্ত অসংখ্য যানবাহন লাশের উপর দিয়ে যাতায়াত করে। যার ফলে তার পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি।