স্টাফ রিপোর্টার ॥ উপজেলা পর্যায়ে শ্রেষ্ট গার্ল গাইড শিক্ষক নির্বাচিত হয়েছেন বি.কে.জি.সি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক পূর্ণিমা রানী দাশ তালুকদার। জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে গতকাল বুধবার আয়োজিত অনুষ্ঠানে পুর্ণিমার হাতে ক্রেষ্ট তুলে দেন উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম। হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাখাওয়াত হোসেন। এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম। সভায় উপজেলা পর্যায়ে শ্রেষ্ট গার্ল গাইড শিক্ষক বি.কে.জি.সি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক পূর্ণিমা রানী দাশ তালুকদারের হাতে আনুষ্টানিক ভাবে ক্রেষ্ট তুলে দেয়া হয়।
উল্লেখ্য, পূর্ণিমা রানী দাশ তালুকদার জেলা ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ট গার্ল গাইড শিক্ষক নির্বাচিত হয়েছেন।